Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৬তম বিসিএস
 
71. বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. দ্রাবিড়
খ. নেগ্রিটো
গ. ভোটচীন
ঘ. অষ্ট্রিক
উত্তরঃ
 
72. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
ক. পুন্ড্র
খ. তাম্রলিপ্ত
গ. গৌড়
ঘ. হরিকেল
উত্তরঃ
 
73. বাংলা ( দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
ক. আইন-ই-আকবরী
খ. আলমগীরনামা
গ. আকবরনামা
ঘ. তুজুক-ই-আকবরী
উত্তরঃ
 
74. ঢাকার লালবাগের দূর্গ কে নির্মাণ করেন ?
ক. শাহ সুজা
খ. শায়েস্তা খান
গ. মীর জুমলা
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ
 
75. বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কাল--
ক. ১৭৭০ খ্রীষ্টাব্দ
খ. ১৭৬০ খ্রীষ্টাব্দ
গ. ১৭৬৫ খ্রীষ্টাব্দ
ঘ. ১৭৫৬ খ্রীষ্টাব্দ
উত্তরঃ
 

76. সর্বদলীয় কেন্দ্রীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ৩১ জানুয়ারী ১৯৫২
খ. ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ. ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ. ২০ জানুয়ারী ১৯৫২
উত্তরঃ
 
77. ৬ দফা দাবী পেশ করা হয়--
ক. ১৯৭০ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ
 
78. বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল-----
ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
গ. প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
ঘ. মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
উত্তরঃ
 
79. ২৬শে মার্চ ১৯৭১ - এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন -
ক. বেতার/রেডিওর মাধ্যমে
খ. ওয়ারলেসের মাধ্যমে
গ. টেলিগ্রামের মাধ্যমে
ঘ. টেলিভিশনের মাধ্যমে
উত্তরঃ
 
80. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -
ক. আষাঢ়-শ্রাবণ মাসে
খ. ভাদ্র-আশ্বিন মাসে
গ. অগ্রহায়ণ-পৌষ মাসে
ঘ. মাঘ-ফাল্গুন মাসে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question