Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৬তম বিসিএস
 
91. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
ক. ২৫ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ
 
92. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. পূর্ব জার্মানী
গ. স্পেন
ঘ. গ্রীস
উত্তরঃ
 
93. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক. ১৭টি
খ. ২০টি
গ. ৬৪টি
ঘ. ১৯টি
উত্তরঃ
 
94. ‘শুভলং’ ঝরণা কোথায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. বান্দরবন
গ. মৌলভীবাজার
ঘ. সিলেট
উত্তরঃ
 
95. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
ক. পুটিয়া, রাজশাহী
খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
গ. লালপুর, নাটোর
ঘ. ঈশ্বদি, পাবনা
উত্তরঃ
 

96. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক. ১৭ জানুয়ারি ১৯৭২
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
উত্তরঃ
 
97. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক. প্রথম ১০টি
খ. প্রথম ৪টি
গ. প্রথম ৬টি
ঘ. প্রথম ৫টি
উত্তরঃ
 
98. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ক. অর্থমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. পরিকল্পনা মন্ত্রী
ঘ. স্পীকার
উত্তরঃ
 
99. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
ক. ধান
খ. কলা
গ. পাট
ঘ. গম
উত্তরঃ
 
100. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
ক. যুদ্ধপরাধীদের বিচার
খ. সমুদ্রসীমা বিজয়
গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ঘ. বিদ্যুৎ উৎপাদন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question