Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৬তম বিসিএস
 
1. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক. ব্ +ন্+ধ্+ন
খ. বন্ + ধন
গ. ব + ন্ধ + ন
ঘ. বান্ + ধন্
উত্তরঃ
 
2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৭ টি
খ. ৯ টি
গ. ১০ টি
ঘ. ৮ টি
উত্তরঃ
 
3. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি?
ক. জ + ঞ
খ. ঞ + গ
গ. ঞ + জ
ঘ. গ + ঞ
উত্তরঃ
 
4. কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
ক. সভাসদ
খ. শুভেচ্ছা
গ. ফলবান
ঘ. তপোবন
উত্তরঃ
 
5. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক. জনশ্রুতি
খ. অনমনীয়
গ. খাসমহল
ঘ. তপোবন
উত্তরঃ
 

6. কোনটি বিশেষ্য পদ?
ক. জাত
খ. গৈরিক
গ. উদ্ধত
ঘ. গাম্ভীর্য
উত্তরঃ
 
7. নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে?
ক. কল্যাণ
খ. প্রবণ
গ. নিক্কণ
ঘ. বিপণি
উত্তরঃ
 
8. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় -
ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তরঃ
 
9. ‘Null and Void’ - এর বাংলা পরিভাষা কী?
ক. বাতিল
খ. পালাবদল
গ. মামুলি
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ
 
10. হেড মৌলভী কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি + ফার্সি
খ. ইংরেজি + আরবি
গ. তুর্কি + আরবি
ঘ. ইংরেজি + পর্তুগিজ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question