Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
71. ডি. এন. এ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
ক. ল্যাঙ্গার ও সলিং
খ. ওয়াটসন ও ক্রিক
গ. লুই পাস্তুর ও ওয়াটসন
ঘ. পলিং ও ক্রিক
উত্তরঃ
 
72. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ক. আমিষ
খ. স্নেহ
গ. আয়োডিন
ঘ. লৌহ
উত্তরঃ
 
73. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
ক. ঘোড়া
খ. বলগা হরিণ
গ. উট
ঘ. খেচর
উত্তরঃ
 
74. PH হলো -
ক. এসিড নির্দেশক
খ. ক্ষার নির্দেশক
গ. এসিড ও ক্ষার নির্দেশক
ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
উত্তরঃ
 
75. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক. বেকেরেল রশ্মি
খ. গামা রশ্মি
গ. X-রশ্মি
ঘ. বিটা-রশ্মি
উত্তরঃ
 

76. বিছিন্ন অবস্থায় একটি পরমানুর শক্তি -
ক. যুক্ত অবস্থার চাইতে কম
খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
গ. যুক্ত অবস্থার সমান
ঘ. কোনটিই সঠিক নয়
উত্তরঃ
 
77. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
ক. গায়ের ঘাম বের হতে দেয় না
খ. বাস্পায়ান শীতলার সৃষ্টি করে
গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
উত্তরঃ
 
78. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
ক. পদাথের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ. ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত
ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
উত্তরঃ
 
79. কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -
ক. এ্যামিটার
খ. ভোল্টমিটার
গ. অনুবীক্ষণ যন্ত্র
ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তরঃ
 
80. নিম্নে কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
ক. CaCO3
খ. NH4HCO3
গ. NAHCO3
ঘ. NH42CO3
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question