Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
61. বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়?
ক. মৌসুমি বায়ু ঋতুতে
খ. শীতকালে
গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ. প্রাক-মৌসুমি বায়ু ঋতুতে
উত্তরঃ
 
62. পূর্ব সর্তকতা ছাড়াই কোন দূর্যোগ সংঘটিত হয়?
ক. বন্যা
খ. খরা
গ. ভূমিকম্প
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ
 
63. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই?
ক. আসাম
খ. মিজোরাম
গ. ত্রিপুরা
ঘ. নাগাল্যান্ড
উত্তরঃ
 
64. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
ক. সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
খ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
গ. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
উত্তরঃ
 
65. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
ক. ৭৫.৮%
খ. ৭৮.১%
গ. ৭৯.২%
ঘ. প্রায় ৮০%
উত্তরঃ
 

66. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
ক. প্বার্শ গ্রাবরেখা
খ. শৈলশিরা
গ. ভি-আকৃতির উপত্যাকা
ঘ. ইউ-আকৃতির উপত্যাকা
উত্তরঃ
 
67. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
ক. ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
খ. ধান-প্রধান বাণিজ্যিক
গ. স্বয়ংভোগী মিশ্র
ঘ. স্বয়ংভোগী শষ্য ও পশুপালন
উত্তরঃ
 
68. নিচের কোনটি আপদ (Hazard) –এর প্রত্যক্ষ প্রভাব?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. পরিবেশগত
ঘ. অবকাঠামোগত
উত্তরঃ
 
69. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?
ক. পুনর্বাসন
খ. ঝুকি (Risk) চিহ্নিতকরণ
গ. দুর্যোগ প্রস্তুতি ঝুঁকি
ঘ. দুর্যোগ প্রশমণ কর্মকান্ড
উত্তরঃ
 
70. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসু হবে?
ক. কমিউনিটি পর্যায়ে
খ. জাতীয় পর্যায়ে
গ. উপজেলা পর্যায়ে
ঘ. আঞ্চলিক পর্যায়ে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question