Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
31. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কামাল হোসেন
খ. এস. এ কবির
গ. নুরুল ইসলাম
ঘ. আনিসুর রহমান
উত্তরঃ
 
32. জীবনঢুলি কি?
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি কাব্যগ্রন্থের নাম
গ. একটি আত্মজীবনীর নাম
ঘ. একটি চলচ্চিত্রের নাম
উত্তরঃ
 
33. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
ক. সোহাগ গাজী
খ. রুবেল হোসেন
গ. তাইজুল ইসলাম
ঘ. তাসকিন আহমেদ
উত্তরঃ
 
34. পরিকল্পনা কমিশনের গৃহিত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চপার্ষিকি পরিকল্পনা কোন মেয়াদে হবে?
ক. ২০১৫-২০১৯
খ. ২০১৬-২০২০
গ. ২০১৭-২০২১
ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ
 
35. দ্যা ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে?
ক. রির্চাড সেশন
খ. মার্কাস ফ্রান্ডা
গ. গ্যারি জে ব্যাস
ঘ. পল ওয়ালেচ
উত্তরঃ
 

36. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
ক. কুষ্টিয়া গ্রেড
খ. চুয়াডাঙ্গা গ্রেড
গ. ঝিনাইদহ গ্রেড
ঘ. মেহেরপুর গ্রেড
উত্তরঃ
 
37. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাজনীতের কবি (Poet of Politics) অ্যাখ্যা দিয়েছেন?
ক. টাইম
খ. ইকোনোমিস্ট
গ. নিউজ উইকল
ঘ. ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি
উত্তরঃ
 
38. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ
 
39. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপদিত সার এর নাম কি?
ক. ইউরিয়া এবং এ এস পি
খ. ইউরিয়া
গ. টি এস পি এবং এ এস পি
ঘ. ডি এ পি
উত্তরঃ
 
40. ম্যানগ্রোভ কি?
ক. কেওড়া বন
খ. শালবন
গ. উপকূলীয় বন
ঘ. চিরহরিৎ বন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question