Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
21. লর্ড কানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
খ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
গ. দ্বৈত শাসন ব্যবস্থা
ঘ. পুলিশ ব্যবস্থা
উত্তরঃ
 
22. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
ক. ওয়াসফিয়া নাজনীন
খ. মুসা ইব্রাহিম
গ. এম. এ মুহিত
ঘ. নিশাত মজুমদার
উত্তরঃ
 
23. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাস্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
ক. আব্দুল মতিন
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ
 
24. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ – এর চিত্রকর কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. এস. এম. সুলতান
ঘ. রফিকুন্নবী
উত্তরঃ
 
25. যশোর জেলায় অবস্থিত বিল -
ক. হাইল
খ. পাথরচাওলি
গ. ভবদহ
ঘ. আড়িয়াল
উত্তরঃ
 

26. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যা দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
27. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার -
ক. ৬১.১%
খ. ৫৭.৯%
গ. ৫৬.৮%
ঘ. ৬৫.৫%
উত্তরঃ
 
28. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জেনারেল এস. এ. জি ওসমানী
গ. কর্ণেল শফিউল্লাহ
ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ
 
29. ‘বর্ণালী’ আর ‘শুভ্র’ কী?
ক. উন্নত জাতের ভূট্টা
খ. উন্নত জাতের আম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের চাল
উত্তরঃ
 
30. গভীর সমুদ্র বন্দর নিমার্ণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
ক. ৯১ বর্গ কিলোমিটার
খ. ৯ বর্গ কিলোমিটার
গ. ৭ বর্গ কিলোমিটার
ঘ. ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question