Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
111. 2 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বগক্ষেত্রের চারটি বাহু দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
ক. 4π - 8
খ. 2π - 4
গ. 4π + 8
ঘ. 2π + 4
উত্তরঃ
 
112. 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
ক. 728
খ. 286
গ. 364
ঘ. 1001
উত্তরঃ
 
113. 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
ক. 55.5
খ. 60.5
গ. 65.5
ঘ. 62.5
উত্তরঃ
 
114. 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন । বাংলায় কতজন কথা বলতে পারেন?
ক. 10
খ. 15
গ. 40
ঘ. 30
উত্তরঃ
 
115. CULCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তরঃ
 

116. সঠিক উত্তর কোনটি? _______ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব?
ক. টীকাদান কর্মসূচী
খ. সচেতনতা
গ. পুষ্টিকর খ্যাদ্য
ঘ. অর্থ
উত্তরঃ
 
117. শব্দ : কর্ণ ; আলো : ?
ক. শোনা
খ. বুদ্ধি
গ. চক্ষু
ঘ. অন্ধকার
উত্তরঃ
 
118.
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
119. প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? ২, ৯, ৪, ২৫, ?.
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
120. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ আপনার পোশাকটি বিশ্রীভবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন ?
ক. ছেড়া অংশটুকু ধরে রাখার চেষ্ঠা করবেন
খ. বিয়ে বাড়ী ছেড়ে চলে যাবেন
গ. পোশাকের ছেড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question