Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৪তম বিসিএস
 
41. সুনামীর কারণ হল -
ক. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
খ. ঘুর্ণিঝড়
গ. চন্দ্র ও সূর্যের আর্কষণ
ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ
 
42. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল -
ক. এরোগে মানবদেহের কিডনি নষ্ট করে
খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
গ. এ রোগ রক্তে গ্লুকোজের পরিমাণ বৃ্দ্ধি করে
ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ
 
43. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. বৃষ্টিপাত
ঘ. নদী
উত্তরঃ
 
44. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
ক. পরমাণু শক্তি
খ. কয়লা
গ. পেট্রোল
ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ
 
45. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. কৃত্রিম সার প্রয়োগ
খ. পানি সেচ
গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
উত্তরঃ
 

46. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
ক. তামা
খ. রূপা
গ. সোনা
ঘ. কার্বন
উত্তরঃ
 
47. কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
ক. অড়হর
খ. ছোলা
গ. খেসারী
ঘ. মটর
উত্তরঃ
 
48. মাবনদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -
ক. পরিপাক
খ. খাদ্য গ্রহণ
গ. শ্বসন
ঘ. রক্ত সংবহন
উত্তরঃ
 
49. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -
ক. ঘনত্ব কম
খ. ঘনত্ব বেশি
গ. তাপমাত্রা বেশি
ঘ. দ্রবণীয়তা বেশি
উত্তরঃ
 
50. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহৃত হয়?
ক. নাইট্রিক
খ. সালফিউরিক
গ. হাইড্রোক্লোরিক
ঘ. পারক্লোরিক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question