Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৪তম বিসিএস
 
31. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন
গ. পটাশিয়াম
ঘ. সালফার
উত্তরঃ
 
32. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. নিউট্রন ও প্রোটন
খ. ইলেকট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেকট্রন ও পজিট্রন
উত্তরঃ
 
33. রক্তে হেমোগ্লোবিনের কাজ কি?
ক. অক্সিজেন পরিবহন করা
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
ঘ. উপরে উল্লেখিত সব কয়টি
উত্তরঃ
 
34. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪ টি
খ. ৬ টি
গ. ৫ টি
ঘ. ৮ টি
উত্তরঃ
 
35. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
ক. অগ্নাশয় হতে
খ. প্যানক্রিয়াস হতে
গ. লিভার হতে
ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
উত্তরঃ
 

36. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -
ক. পটক মাছ
খ. হাঙ্গর
গ. শুশুক
ঘ. জেলী ফিস
উত্তরঃ
 
37. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -
ক. গ্লাইকোজেন
খ. গ্লুকোজ
গ. ফ্রুক্টোজ
ঘ. সুক্রোজ
উত্তরঃ
 
38. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -
ক. জুওলজী
খ. বায়োলজী
গ. ইভোলিউশন
ঘ. জেনেটিক্স
উত্তরঃ
 
39. কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক. ভাত
খ. গরুর মাংস
গ. মসুর ডাল
ঘ. ময়দা
উত্তরঃ
 
40. হাড় ও দাঁতকে মজবুত করে -
ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেশিয়াম
ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question