Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৪তম বিসিএস
 
21. নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ক. UNDP
খ. UNESCO
গ. UNICEF
ঘ. UNCTAD
উত্তরঃ
 
22. "তাহরির স্কয়ার" কোথায় অবস্থিত?
ক. সিউল
খ. আম্মান
গ. কায়রো
ঘ. তেহরান
উত্তরঃ
 
23. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারত
গ. মালয়েশিয়া
ঘ. তুরস্ক
উত্তরঃ
 
24. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. নিউইর্য়াক
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
উত্তরঃ
 
25. "আরব বসন্ত" বলতে কি বুঝায়?
ক. আরবের বিভিন্ন দেশে গনজাগরণ
খ. আরব অঞ্চলে বসন্তকাল
গ. আরব রাজতন্ত্র
ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ
 

26. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি
খ. ভ্যাটিকান
গ. কুয়েত
ঘ. মালদ্বীপ
উত্তরঃ
 
27. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
ক. নেপাল
খ. ভারত
গ. কুয়েত
ঘ. মালদ্বীপ
উত্তরঃ
 
28. "লয়াজিরগা" কোন দেশের আইন সভা?
ক. ফিজি
খ. সিরিয়া
গ. লেবানন
ঘ. আফগানিস্তান
উত্তরঃ
 
29. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ
 
30. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক. মিসর
খ. ইরাক
গ. ইরান
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question