Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৪তম বিসিএস
 
11. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ
খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
গ. ১০ এপ্রিল১৯৭১ খৃঃ
ঘ. ১৬ ডিসেম্বর১৯৭১ খৃঃ
উত্তরঃ
 
12. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১ মার্চ ১৯১৯ খৃঃ
খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ
উত্তরঃ
 
13. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. ফেনী
গ. লালমনিরহাট
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ
 
14. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?
ক. ১৯৪৭ খৃঃ
খ. ১৯৫৮ খৃঃ
গ. ১৯৬৪ খৃঃ
ঘ. ১৯৬৫ খৃঃ
উত্তরঃ
 
15. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৭ মার্চ ১৯৭৩ র্খৃঃ
খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
উত্তরঃ
 

16. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?
ক. ১৯৫৭ খৃঃ
খ. ১৯৭০ খৃঃ
গ. ১৮৫৭ খৃঃ
ঘ. ১৭৯৩ খৃঃ
উত্তরঃ
 
17. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. এ, ডি, বি,
খ. বিশ্বব্যাংক
গ. জাইকা
ঘ. আই, এম, এফ
উত্তরঃ
 
18. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
ক. গোমতী
খ. জিঞ্জিরাম
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ
 
19. বাংলাদেশের শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রন করে?
ক. অর্থমন্ত্রণালয়
খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন
উত্তরঃ
 
20. জামাল নজরুল ইসলাম কে?
ক. ফুটবল খেলোয়াড়
খ. অর্থনীতিবিদ
গ. কবি
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question