Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৩তম বিসিএস
 
61. 'অগ্নি' এর সমার্থক নয় –
ক. পাবক
খ. বইশ্যানর
গ. সর্বশুচি
ঘ. প্রজ্জলিত
উত্তরঃ
 
62. কোন সঠিক বানান?
ক. নিশিথীনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি
উত্তরঃ
 
63. কোনটি 'কোলন'?
ক. ;
খ. :
গ. =
ঘ. " "
উত্তরঃ
 
64. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয় –
ক. ১৯২৩
খ. ১৯২৪
গ. ১৯২৫
ঘ. ১৯২৭
উত্তরঃ
 
65. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অনিষ্ট স্বদেশ
উত্তরঃ
 

66. 'ঢাকের কাঠি' অর্থ
ক. কপট ব্যাক্তি
খ. ঘনিষ্ঠ সম্পর্ক
গ. হতভাগ্য
ঘ. মোসাহেব
উত্তরঃ
 
67. বঙ্কিমচন্দ্রের চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ' উপন্যাস এর চরিত্র কোনটি?
ক. কুন্দনন্দিনী
খ. শ্যামাশুন্দরি
গ. বিমলা
ঘ. রোহিণী
উত্তরঃ
 
68. কোন বানানটি শুদ্ধ ?
ক. পিপিলিকা
খ. পিপীলিকা
গ. পীপিলিকা
ঘ. পিপিলীকা
উত্তরঃ
 
69. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন -
ক. ডবলিউ বি ইয়েতস
খ. টি এস এলিয়ট
গ. কীটস
ঘ. এজরা পাউন্ড
উত্তরঃ
 
70. ‘The Origin and Development of Bengali Language’ - গ্রন্থটি রচনা করেন?
ক. ডঃ মুহম্মদ শহিদুল্লাহ
খ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. স্যার জর্জ হ্যারিশন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question