Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৩তম বিসিএস
 
51. চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রক্ষর ছন্দ
উত্তরঃ
 
52. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন ?
ক. আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ. ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ
 
53. কবি গানের প্রথম কবি –
ক. গোজলা পুট
খ. হরু ঠাকুর
গ. ভবানী ঘোষ
ঘ. নিতাই বৈরাগী
উত্তরঃ
 
54. 'কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ' ? - কার লেখা?
ক. কৃষ্ণ চন্দ্র মজুমদার
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. কামিনী রায়
ঘ. যতীন্দ্র মোহন বাগচী
উত্তরঃ
 
55. কোন চরনটি সঠিক ?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধন্যে ধান্যে পুষ্প ভরা
ঘ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
উত্তরঃ
 

56. সঠিক বানান কোনটি?
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি
উত্তরঃ
 
57. গৃহী এর বিপরীত শব্দ -
ক. সংসারী
খ. সঞ্চয়ী
গ. সংস্তিতি
ঘ. সন্ন্যাসী
উত্তরঃ
 
58. Excise duty -র পরিভাষা কোনটি -
ক. অতিরিক্ত কর
খ. আবগারি শুল্ক
গ. অর্পিত দায়িত্ব
ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ
 
59. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
উত্তরঃ
 
60. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ - এটি কোন বাক্য?
ক. সরল
খ. মিশ্র বা জটিল
গ. যৌগিক
ঘ. সংযুক্ত
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question