Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩২তম বিসিএস
 
31. মাশরুম এক ধরনের -
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. পরজীবী উদ্ভিদ
গ. ফাঙ্গাস
ঘ. অর্কিড
উত্তরঃ
 
32. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীন প্রতিফলন
উত্তরঃ
 
33. যকৃতের রোগ কোনটি?
ক. জন্ডিস
খ. টাইফয়েড
গ. হাম
ঘ. কলেরা
উত্তরঃ
 
34. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো -
ক. আয়ন বায়ু
খ. নিয়ত বায়ু
গ. প্রত্যয়ন বায়ু
ঘ. মৌসুমী বায়ু
উত্তরঃ
 
35. পিতলের উপাদান হলো -
ক. তামা ও টিপন
খ. তামা ও নিকেল
গ. তামা ও সিসা
ঘ. তামা ও দস্তা
উত্তরঃ
 

36. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -
ক. এক কিলোওয়াট-ঘন্টা
খ. এক ওয়াট-ঘন্টা
গ. এক কিলোওয়াট
ঘ. এক ওয়াট
উত্তরঃ
 
37. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ক. ডায়োড
খ. ট্রান্সফরমার
গ. ট্রানজিস্টার
ঘ. আমপ্লিফায়ার
উত্তরঃ
 
38. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র -
ক. ওডোমিটার
খ. ক্রনমিটার
গ. ট্যাকোমিটার
ঘ. ক্রেসকোগ্রাফ
উত্তরঃ
 
39. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় -
ক. সালফিউরিক এসিড
খ. নাইট্রিক এসিড
গ. সাইট্রিক এসিড
ঘ. কার্বোলিক এসিড
উত্তরঃ
 
40. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংগযোস্থলকে বলে -
ক. উষা
খ. গোধূলি
গ. গুরুবৃত্ত
ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question