Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩২তম বিসিএস
 
1. প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
ক. ২০০৮
খ. ২০১১
গ. ২০০৯
ঘ. ২০১০
উত্তরঃ
 
2. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
উত্তরঃ
 
3. BRTC - এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
ক. Bangladesh Telephone Regulatory Commission
খ. Bangladesh Telecommunication Regulatory Commission
গ. Bangladesh Telecom Regulatory Commission
ঘ. Bangladesh Telephone and Regulatory Commission
উত্তরঃ
 
4. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক. চট্টগ্রাম
খ. পাকশি
গ. সৈয়দপুর
ঘ. আখাউড়া
উত্তরঃ
 
5. বাংলাদেশের White gold কোনটি?
ক. ইলিশ
খ. পাট
গ. রূপা
ঘ. চিংড়ী
উত্তরঃ
 

6. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
ক. পঞ্চগড়
খ. সাতক্ষীরা
গ. হবিগঞ্জ
ঘ. কক্সবাজার
উত্তরঃ
 
7. ‘সোনালিকা’ ও ‘আকরব’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ. উন্নত জাতের ধানের নাম
গ. দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ. উন্নত জাতের গমের নাম
উত্তরঃ
 
8. ‘আলোকিত মানুষ চাই’ – এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র
খ. বিশ্ব সাহিত্য কেন্দ্র
গ. সুশাসনের জন্য নাগরিক
ঘ. পাবলিক লাইব্রেরি
উত্তরঃ
 
9. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
ক. ৮:৫
খ. ১০:৬
গ. ১১:৮
ঘ. ১১:৭
উত্তরঃ
 
10. কোন জেলায় চা-বাগান বেশী?
ক. সিলেট
খ. হবিগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. বান্দরবান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question