Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩১তম বিসিএস
 
31. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
ক. স্ট্যাটোস্ফির
খ. ট্রপোস্ফিয়ার
গ. আয়োনোস্ফিয়ার
ঘ. ওজোনস্তর
উত্তরঃ
 
32. অপটিক্যাল ফাইবার হচ্ছে -
ক. খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
গ. খুব সরু এসবেস্টস ফাইবের নল
ঘ. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
উত্তরঃ
 
33. কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়---
ক. মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিকমিউনেশন
উত্তরঃ
 
34. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম -
ক. ক্রোনোমিটার
খ. কম্পাস
গ. সিসমোগ্রাফ
ঘ. সেক্সট্যান্ট
উত্তরঃ
 
35. প্রবল জোয়ারের কারণ, যখন -
ক. সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
উত্তরঃ
 

36. কোলেস্টেরল এক ধরনের-
ক. অসম্পৃক্ত এলকোহল
খ. জৈব এসিড
গ. পলিমার
ঘ. এমিনো এসিড
উত্তরঃ
 
37. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় -
ক. মাটির ক্ষয় রোধের জন্য
খ. মাটির অম্লতা বৃ্ধির জন্য
গ. মাটির অম্লতা হ্রাসের জন্য
ঘ. মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
উত্তরঃ
 
38. কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়?
ক. ১০ থেকে ৪০০ নেমি
খ. ৪০০ থেকে ৭০০ নেমি
গ. ১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.
ঘ. ১ মি এর ঊর্ধে
উত্তরঃ
 
39. হীরক উজ্জ্বল দেখায় কারণ -
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
খ. প্রতিসরনের জন্য
গ. প্রতিফলনের জন্য
ঘ. অপবর্তনের জন্য
উত্তরঃ
 
40. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-
ক. ২৫ জোড়া
খ. ২৪ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২০ জোড়া
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question