Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩১তম বিসিএস
 
21. কোনটি অর্ধ-প্রিবাহী নয়?
ক. সিলিকন
খ. লৌহ
গ. গ্যলিয়াম
ঘ. ক্যালসিয়াম
উত্তরঃ
 
22. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক. ভর সংখ্যা সমান থাকে
খ. নিউট্রন সংখ্যা সমান থাকে
গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে
উত্তরঃ
 
23. ভারি পানির সংকেত হচ্ছে--
ক. 2H₂O₂
খ. H₂O
গ. D₂O
ঘ. HD₂O₂
উত্তরঃ
 
24. জারন বিক্রিয়ায় ঘটে--
ক. ইলেকট্রন বর্জন
খ. ইলেক্ট্রন গ্রহণ
গ. ইলেকট্রন আদান প্রদান
ঘ. তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ
উত্তরঃ
 
25. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -
ক. ট্রান্সমিটারের সাহায্যে
খ. স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে
গ. স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
ঘ. এডাপ টরের সাহায্যে
উত্তরঃ
 

26. কাজ ও বলের একক যথাক্রমে-
ক. নিউটন ও মিটার
খ. জুল ও ডাইন
গ. ওয়াট ও পাউন্ড
ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম
উত্তরঃ
 
27. আকাশে বিদ্যুৎ চমকায় -
ক. মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ. মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
উত্তরঃ
 
28. কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ?
ক. হিলিয়াম
খ. নিয়ন
গ. আর্গন
ঘ. জেনন
উত্তরঃ
 
29. 'এপিকালচার' বলতে বুঝায় -
ক. রেশমের চাষ
খ. মৎস্য চাষ
গ. মৌমাছির চাষ
ঘ. পাখিপালন বিদ্যা
উত্তরঃ
 
30. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন
ক. স্টিফেন হকিং
খ. জি লেমেটার
গ. আব্দুস সালাম
ঘ. এডুইন হাবল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question