Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩১তম বিসিএস
 
11. হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. জাপান
উত্তরঃ
 
12. পূ্র্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
ক. মালয়েশিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. মিয়ানমার
উত্তরঃ
 
13. হারারে’র পূর্ব নাম কী?
ক. সলসব্যারী
খ. রোডেসিয়া
গ. জিবুতি
ঘ. জায়ারে
উত্তরঃ
 
14. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
ক. ১৭৮৯
খ. ১৭৯১
গ. ১৭৯৫
ঘ. ১৮০০
উত্তরঃ
 
15. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. যুক্তরাজ্য
ঘ. রাশিয়া
উত্তরঃ
 

16. আফগনিস্থানের শেষ বাদশাহ কে ছিলেন?
ক. দাউদ খাঁ
খ. জহির শাহ
গ. নাদির শাহ
ঘ. নজীবুল্লাহ
উত্তরঃ
 
17. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
ক. ইরাক
খ. ইরান
গ. সৌদি আরব
ঘ. আলজেরিয়া
উত্তরঃ
 
18. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
ক. ইসরাইল ও জর্ডান
খ. ভারত ও পাকিস্তান
গ. চীন ও তাইওয়ান
ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
উত্তরঃ
 
19. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক. কলম্বিয়া
খ. নিকারাগুয়া
গ. কোস্টারিকা
ঘ. এল সালভাদর
উত্তরঃ
 
20. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question