Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩০তম বিসিএস
 
41. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
ক. ২০০৭
খ. ১৯০৭
গ. ১৯০৯
ঘ. ১৯১৬
উত্তরঃ
 
42. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
ক. বীরবল
খ. ভিমরুল
গ. অনিলাদেবী
ঘ. যাযাবর
উত্তরঃ
 
43. 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
গ. দামোদর বন্দ্যোপাধ্য্যায়
ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ
 
44. 'অনীক' শব্দের অর্থ-
ক. সূর্য
খ. সমুদ্র
গ. যুদ্ধক্ষেত্র
ঘ. সৈনিক
উত্তরঃ
 
45. জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ
 

46. Anatomy শব্দের অর্থ-
ক. সাদৃশ্য
খ. স্নায়ুতন্ত্র
গ. শরীরবিদ্যা
ঘ. অঙ্গ-সঞ্চালন
উত্তরঃ
 
47. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
ক. গোবিন্দ দাস
খ. কায়কোবাদ
গ. কাহুপা
ঘ. ভুসুকুপা
উত্তরঃ
 
48. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি ?
ক. অর্নব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
উত্তরঃ
 
49. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
ক. বাগ্+অম্বর
খ. বাক্+অম্বর
গ. বাক্+আড়ম্বর
ঘ. বাগ্+আড়ম্বর
উত্তরঃ
 
50. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'-এ চরণদ্ধয়ের লেখক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question