Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩০তম বিসিএস
 
1. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক. হাইড্রোজেন সরবরাহ করে
খ. নাইট্রোজেন সরবরাহ করে
গ. অক্রিজেন সরবরাহ করে
ঘ. অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে
উত্তরঃ
 
2. গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
ক. বৃষ্টিপাত কমে যাবে
খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরঃ
 
3. সংকর ধাতু পিতলের উপাদান ?
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সিসা
উত্তরঃ
 
4. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয়
খ. খুব কম হয়
গ. একই হয়
ঘ. বেশী হয়
উত্তরঃ
 
5. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ?
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. কসমিক রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ
 

6. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
ক. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
খ. চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
গ. এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ
 
7. এনজিওপ্লাস্টি হচ্ছে-
ক. হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
উত্তরঃ
 
8. আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
ক. ফিটকিরি
খ. চুন
গ. সেভিং সোপ
ঘ. কস্টিক সোডা
উত্তরঃ
 
9. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?
ক. কিউলেক্র
খ. এডিস
গ. সেভিং সোপ
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ
 
10. সুনামির (Tsumami)কারণ হলো-
ক. আগ্নেয়গিরির অগ্যুৎপাত
খ. ঘূর্ণিঝড়
গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question