Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৯তম বিসিএস
 
71. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয়েছে ?
ক. ১৯১১ সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯৩১ সালে
ঘ. ১৯৪১ সালে
উত্তরঃ
 
72. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
ক. ১৪ টি
খ. ২৪ টি
গ. ৩৭ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ
 
73. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন ?
ক. লর্ড কার্জন
খ. লর্ড ত্তয়েলেসলি
গ. লর্ড ডালহৌসি
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ
 
74. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. সাতগ্রামদ
গ. মুজিবনগর
ঘ. চৌদ্দগ্রাম
উত্তরঃ
 
75. আইএলত্ত এর সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন
খ. জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. দিল্লী
উত্তরঃ
 

76. এসকাপের সদর দপ্তর কোথায়?
ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. দিল্লী
ঘ. কলম্বো
উত্তরঃ
 
77. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন
খ. ব্রাসেলস্
গ. বন
ঘ. প্যারিস
উত্তরঃ
 
78. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. মায়ানমার
ঘ. রাশিয়া
উত্তরঃ
 
79. বাংলাদেশের প্রথম রাস্ট্রপতির নাম কি?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দিন আহমেদ
গ. শেখ মুজিবর রহমান
ঘ. ক্যাপ্টেন মনসুর আলি
উত্তরঃ
 
80. সুলতানি আমলে বাংলার রাজধানির নাম কি?
ক. সোনাগাঁ
খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা
ঘ. গৌড়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question