Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৯তম বিসিএস
 
41. কবি আলাত্তলের জন্মস্থান কোনটি?
ক. ফরিদপুরের সুরেশ্বর
খ. বার্মার আরাকান
গ. চট্রগ্রামের জোবরা
ঘ. চট্রগ্রামের পটিয়া
উত্তরঃ
 
42. ‘অনল প্রবাহ’ রচনা করেন?
ক. সৈয়দ ইসমাইল সিরাজি
খ. মোজাম্মেল হক
গ. এয়াকুব আলি চৌধুরী
ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি
উত্তরঃ
 
43. ‘অগ্নিবাণী’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. ধূমকেতু
খ. বিদ্রোহী
গ. প্রলয়োল্লাস
ঘ. অগ্রপথিক
উত্তরঃ
 
44. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. বঙ্গদর্শন
ঘ. কালিকলম
উত্তরঃ
 
45. জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ
ক. জন+ইক
খ. জন+এক
গ. জনৈ+এক
ঘ. জন+ঈক
উত্তরঃ
 

46. বাক্যের তিনটি গুন কি কি?
ক. আকাংখা-আসক্তি-বিধেয়
খ. আকাংখা-আসক্তি-যোগ্যতা
গ. আকাংখা-উদ্দেশ্য-বিধেয়
ঘ. কোনটিই নহে
উত্তরঃ
 
47. ‘একাত্তরের চিটি’ কোন জাতিয় রচনা?
ক. মুক্তিযুদ্দের বিবরন
খ. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস
গ. মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
ঘ. ভিন্নধর্মী ডায়েরী
উত্তরঃ
 
48. বাংলা একাডেমি কোন বছর প্রতিস্টিত হয়?
ক. ১৯৫৫ খ্রি.
খ. ১৩৫৫ বঙ্গাব্দ
গ. ১৯৫২ খ্রি.
ঘ. ১৩৫২ বঙ্গাব্দ
উত্তরঃ
 
49. সনেট কবিতার প্রবর্তক কে?
ক. দ্বিজেন্দ্র লাল রায়
খ. রজনীকান্ত সেনদ
গ. মাইকেল মধুসুধন দত্ত
ঘ. অতুল প্রসাধ সেনদ
উত্তরঃ
 
50. সমাস ভাষাকে কি করে ?
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থপুর্ন করে
ঘ. অর্থের রুপান্তর ঘটায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question