Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৯তম বিসিএস
 
21. আবদুল্লাহ উপন্যসের রচয়িতা কে?
ক. মোহাম্মদ মজিবর রহমান
খ. কাজী ইমদাদুল হক
গ. শেখ ফজলুল করিম
ঘ. মমতাজ উদ্দিন আহমেদ
উত্তরঃ
 
22. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যসের নাম—
ক. দুর্গেশনন্দিনী
খ. কপালকন্ডুলা
গ. কৃঞ্চকান্তের উইল
ঘ. রজনীক
উত্তরঃ
 
23. দক্ষিন তালপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. নাফ
খ. তেতুলিয়া
গ. আড়িয়াল খা
ঘ. হাড়িয়াভাঙ্গা
উত্তরঃ
 
24. খাদ্য ত্ত কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্কে
খ. রোমে
গ. জেনেভায়
ঘ. অটোয়ায়
উত্তরঃ
 
25. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ক. ফকরুদ্দিন মোবারক শাহ
খ. হোসেন শাহ
গ. শায়েস্থা খা
ঘ. ঈশা খা
উত্তরঃ
 

26. ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?
ক. ব্যাডমিন্টন
খ. লন টেনিস
গ. টেবিল টেনিস
ঘ. ক্রিকেট
উত্তরঃ
 
27. পৃথিবিতে সবচেয়ে বেশী ধাতু কোনটি?
ক. পারদ
খ. লোহা
গ. সিলিকন
ঘ. তামা
উত্তরঃ
 
28. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন?
ক. ব্রেইল
খ. কপার্নিকাস
গ. ডেভিটবোর
ঘ. টমাস আলভা এডিসন
উত্তরঃ
 
29. পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহার হয়?
ক. পেট্রোলিয়াম
খ. ইউরেনিয়াম-২৩৫
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ
 
30. বৈদুতিক হিটার এবং ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
ক. তামা
খ. প্লাটিনাম
গ. স্টেনিয়াম
ঘ. নাইক্রোম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question