Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৯তম বিসিএস
 
1. পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার হয় ?
ক. সোডিয়াম
খ. পটাসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. জিংক
উত্তরঃ
 
2. কোন বিজ্ঞানি রোগ জিবানু তত্ত্ব আবিস্কার করেন?
ক. ডারউইন
খ. লুইপাস্তুর
গ. প্র্রিস্টলি
ঘ. ল্যাভয়েসিয়ে
উত্তরঃ
 
3. সুষম খাদ্যর উপাদান কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৮ টি
উত্তরঃ
 
4. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
খ. অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
গ. আলো থেকে রক্ষার জন্য
ঘ. ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য
উত্তরঃ
 
5. পৃথিবির প্রথম বানিজ্যক যোগাযোগ কৃতিম উপগ্রহ কোনটি?
ক. আলিবার্ড হল
খ. এস্ট্রোলার হল
গ. ত্তবেরি হল
ঘ. কসমস
উত্তরঃ
 

6. সূর্য পৃষ্টের উত্তাপ কত?
ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ. ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
গ. ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ. ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
উত্তরঃ
 
7. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
ক. ৬ ঘন্টা ১৩ মিনিট
খ. ৮ ঘন্টা
গ. ১২ ঘন্টা
ঘ. ১৩ ঘন্টা ১৫ মিনিট
উত্তরঃ
 
8. কোনটি বায়ুর উপাদান নহে---
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন
ঘ. ফসফরাস
উত্তরঃ
 
9. অ্যালিউমিনিয়াম সালফেট চলতি বাংলায় কি বলে?
ক. চুন
খ. সেভিং সোপ
গ. ফিটকিরি
ঘ. কস্টিক সোডা
উত্তরঃ
 
10. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
ক. পায়খানায় প্রসাবখানায়
খ. গোসলখানায়
গ. পুকুরে
ঘ. নালায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question