Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৮তম বিসিএস
 
51. চার্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
ক. বাকুড়ার এক গৃহস্থলির গোয়াল ঘর থেকে
খ. আরাকান রাজগ্রন্থ থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ. সূদুর চীন দেশ থেকে
উত্তরঃ
 
52. মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্ররায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তি
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ
 
53. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক. নবদ্বীপের
খ. মিথিলার
গ. বৃন্দবনের
ঘ. বর্ধমানের
উত্তরঃ
 
54. শ্রীকৃষ্ণ কাব্যর বড়াই কোন ধরনের চরিত্র?
ক. শ্রী রাধার ননদিনী
খ. শ্রী রাধার শাশুড়ি
গ. রাধাকৃষ্ণের প্রেমের দূতি
ঘ. জনৈক গোপবালা
উত্তরঃ
 
55. লোকসাহিত্য কাকে বলে?
ক. গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
খ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
গ. গ্রামীন অশিক্ষিত ত্ত অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
ঘ. বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়?
উত্তরঃ
 

56. বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়?
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ
 
57. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. দিক দর্শন
খ. সংবাদ প্রভাকর
গ. তত্তবোধিনী
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ
 
58. ইয়ং বেঙ্গল কি?
ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
গ. একটি সাহ্যিতক গোস্ঠির নাম
ঘ. একটি সাময়িক পত্রের নাম
উত্তরঃ
 
59. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বুড়ো শালিকের গাড়ে রো
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. জলযোগ
উত্তরঃ
 
60. মীর মোশারফ হোসেনের নাটক কোনটি?
ক. নটির পুজা
খ. বেহুলা গীতাভিনয়
গ. নবীন তপস্বীনি
ঘ. কৃঞ্চকুমারি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question