Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৮তম বিসিএস
 
11. রেফ্রিজারেটরের কমপ্রেসরের কাজ কি?
ক. ফ্রেয়নকে ঘনিভূত করা
খ. ফ্রেয়নকে বাস্পে পরিনত করা
গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ত্ত তাপমাত্রা বৃদ্ধি করা
ঘ. ফ্রেয়নকে ঠান্ডা করা
উত্তরঃ
 
12. এক গ্রাম পানির তাপমাত্রা ° থেকে ° সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন?
ক. ১ ক্যালরি
খ. ২ ক্যালরি
গ. ৩ ক্যালরি
ঘ. কোনটাই নয়
উত্তরঃ
 
13. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিকে থাকে?
ক. ১ সেকেন্ড
খ. ০.১ সেকেন্ড
গ. ০.০১ সেকেন্ড
ঘ. ০.০০১ সেকেন্ড
উত্তরঃ
 
14. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার হয়?
ক. স্থায়ী চুম্বক
খ. অস্থায়ী চুম্বক
গ. সংকর চুম্বক
ঘ. প্রাকৃতিক চুম্বক
উত্তরঃ
 
15. টেলিভিশনে রংঙ্গিন ছবি তৈরি করার জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
ক. ১ টি
খ. ২ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তরঃ
 

16. পৃথিবিতে কখন ল্যপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
ক. কমপ্যাক ১৯৮৫
খ. এসপন ১৯৮১
গ. আইবিএম ১৯৮৩
ঘ. অ্যাপল ১৯৭৭
উত্তরঃ
 
17. যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয়?
ক. ট্রান্সফরমার
খ. মোটর
গ. জেনারেটর
ঘ. ডায়নামো
উত্তরঃ
 
18. বিদ্যুত বিলের হিসাব কিভাবে করা হয়?
ক. ত্তয়াট আত্তয়ারে
খ. ত্তয়াটে
গ. ভোল্টে
ঘ. কিলোত্তয়াট ঘন্টায়
উত্তরঃ
 
19. কোনটি পানিতে দ্রভিভুত হয় না?
ক. গ্লিসারিন
খ. ফিটকিরি
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ
 
20. পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়?
ক. সোডিয়াম
খ. পটাশিয়াম
গ. ম্যগনেসিয়াম
ঘ. কোনটিই নহে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question