Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৭তম বিসিএস
 
81. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিণী' পদক লাভ করেন?
ক. ১৯১৬
খ. ১৯২৩
গ. ১৯৩৩
ঘ. ১৯০৩
উত্তরঃ
 
82. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. মাগধীর ব্যাকরণ
খ. গৌড়ীর ব্যাকরণ
গ. মাতৃভাষা ব্যাকরণ
ঘ. ভাষা ও ব্যাকরণ
উত্তরঃ
 
83. 'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
ক. মেছ+ও
খ. মাছি + উয়া > ও
গ. মাছ + উয়া > ও
ঘ. মাছ+ও
উত্তরঃ
 
84. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক + দান = বাকদান
খ. উৎ + ছেদ = উচ্ছেদ
গ. পর + পর = পরস্পর
ঘ. সম + সার = সংসার
উত্তরঃ
 
85. বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূধন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. জ্যেতিন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনায়ণ তর্করত্ন
উত্তরঃ
 

86. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি বলা হয়-
ক. উপমিত
খ. উপমান
গ. উপমেয়
ঘ. রূপক
উত্তরঃ
 
87. 'পাখি সব করে রব রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা -
ক. রামনায়ণ তর্করত্ন
খ. বিহারীলাল
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. মদনমোহন তর্কালংকার
উত্তরঃ
 
88. 'আমি কিংবদন্তীর কথা বলছি' এর রচয়িতা কে?
ক. সিকানদার আবু জাফর
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. ফররুখ আহমদ
ঘ. আহসান হাবীব
উত্তরঃ
 
89. 'জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারেন না --
ক. বঙ্কিম চন্দ্র
খ. প্রমথ চৌধুরী
গ. ফররুখ আহমদ
ঘ. আহসান হাবীব
উত্তরঃ
 
90. 'এ মাটি সোনার বাড়া' -এ উদ্বৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. বিশেষণের অতিশায়ন
খ. রূপবাচক বিশেষণ
গ. উপাদান বিশেষণ
ঘ. বিধেয় বিশেষণ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question