Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৭তম বিসিএস
 
51. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সবৃপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ক. ভেনিস
খ. ক্যাটরিনা
গ. আইভান
ঘ. রিটা
উত্তরঃ
 
52. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. নেদারল্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ
 
53. মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
ক. নাইজেরিয়া
খ. লেবানন
গ. নাইজার
ঘ. উগান্ডা
উত্তরঃ
 
54. কিউবায় ক্ষেপানাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রিচার্ড এম. নিক্সন
খ. জন এফ. কেনেডি
গ. লিন্ডান বেইসন জনসন
ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ
 
55. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ক. হ্যারি এস. ট্রুম্যান
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. জেমস মানরো
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ
 

56. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৫
ঘ. ৫৪০
উত্তরঃ
 
57. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. নিউজিল্যান্ড
গ. বাহামা
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ
 
58. রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো ( Chmeical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৬
ঘ. ১৯৯৯
উত্তরঃ
 
59. কোন পরিষদে সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
ক. অছি পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ
 
60. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ক. ইয়াসির আরাফাত
খ. নাগীব মাহফুজ
গ. আনোয়ার সাদাত
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question