Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৭তম বিসিএস
 
41. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক. পেট্রোল ইঞ্জিনে
খ. ডিজেল ইঞ্জিনে
গ. রকেট ইঞ্জিনে
ঘ. বিমান ইঞ্জিনে
উত্তরঃ
 
42. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -
ক. আলফা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ
 
43. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তরঃ
 
44. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -
ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক পায়
ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্না সহায়ক
উত্তরঃ
 
45. বিলিরুবিন তৈরি হয় -
ক. পিত্তথলিতে
খ. কিডনিতে
গ. প্লীহায়
ঘ. যকৃতে
উত্তরঃ
 

46. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
ক. মেলানিন
খ. গায়ামিন
গ. ক্যারোটিন
ঘ. হিমোগ্লোবিন
উত্তরঃ
 
47. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক. তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
খ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
গ. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
ঘ. অলৌকিকভাবে
উত্তরঃ
 
48. গাছের খাদ্যতালিকায় আছে -
ক. N, P, K, S ও Zn
খ. Na, P, K, S ও Al
গ. N, B, K, S ও Al
ঘ. N, P, K, S ও Al
উত্তরঃ
 
49. নিচের কোনটি DNA -এর নাইট্রোজেন বেস?
ক. ইউরাসিল
খ. গোয়ানিন
গ. পিরিডক্সিন
ঘ. এ্যাসপারাজিন
উত্তরঃ
 
50. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াস থাকে না?
ক. Meson
খ. Neutron
গ. Proton
ঘ. Electron
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question