Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৭তম বিসিএস
 
31. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি? (সাল ২০০৫)
ক. ৫.০৩
খ. ৬.০৩
গ. ৪.৮
ঘ. ৬.৮
উত্তরঃ
 
32. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতিমা
উত্তরঃ
 
33. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬ তম
খ. ১৩৭ তম
গ. ১৩৮ তম
ঘ. ১৩৯ তম
উত্তরঃ
 
34. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. তানভীর কবীর
খ. হামিদুর রহমান
গ. হামিদুজ্জামান
ঘ. অস্কার বাদল
উত্তরঃ
 
35. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ক. বি. এ. সিদ্দিকী
খ. খাজা ওয়াসিউদ্দিন
গ. হুমায়ুন রশীদ চৌধুরী
ঘ. শমসের মবিন চৌধুরী
উত্তরঃ
 

36. স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
উত্তরঃ
 
37. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৬
গ. ১৯৯৮
ঘ. ২০০১
উত্তরঃ
 
38. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থান?
ক. ৫ম
খ. ৭ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তরঃ
 
39. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার?
ক.
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ
 
40. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৫
ঘ. ১৯৯৭
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question