Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
61. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
ক. ভিটামিন সি
খ. ভিটামিন বি
গ. ভিটামিন বি২
ঘ. ভিটামিন কে
উত্তরঃ
 
62. আকাশে বিজলী চমকায়-
ক. দুই খণ্ড মেঘ পর পর এলে
খ. মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ. মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ
 
63. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
ক. পাখিরগায়েবিদ্যুৎরোধীআবরণথাকে
খ. পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
গ. বিদ্যুৎপৃষ্ট হলেও পাখি মরে না
ঘ. মাটির সঙ্গে সংযোগ হয় না
উত্তরঃ
 
64. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
ক. সবুজ আলোতে
খ. নীল আলোতে
গ. লাল আলোতে
ঘ. বেগুনি আলোতে
উত্তরঃ
 
65. স্যালিক এসিড-
ক. আমলকীতে পাওয়া যায়
খ. কমলালেবুতে পাওয়া যায়
গ. আঙ্গুরে পাওয়া যায়
ঘ. টমেটোতে পাওয়া যায়
উত্তরঃ
 

66. হাড় ও দাঁত কে মজবুত করে-
ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস
উত্তরঃ
 
67. নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-
ক. ফুসফুস
খ. যকৃত
গ. কিডনি
ঘ. প্লীহা
উত্তরঃ
 
68. শুষ্ক বরফ বলা হয়-
ক. হিমায়িত অক্সিজেনকে
খ. হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে
গ. হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
ঘ. ক্যালসিয়াম ডাইঅক্সাইডকে
উত্তরঃ
 
69. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
ক. টাংস্টেনতার
খ. নাইক্রম তার
গ. এন্টিমনিতার
ঘ. কপার তার
উত্তরঃ
 
70. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক. অডিও মিটার
খ. অ্যামিটার
গ. অডিও ফোন
ঘ. অলটিমিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question