Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
51. যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন -
ক. জেমস মনরো
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. হ্যারি এস ট্রুম্যান
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ
 
52. যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট -এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?
ক. নিউইয়র্ক
খ. ক্যালিফোর্নিয়া
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ
 
53. শেনজেনচুক্তি হচ্ছে -
ক. বাণিজ্যচুক্তি
খ. কর হ্রাস করা চুক্তি
গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটি নয়
উত্তরঃ
 
54. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ?
ক. লুক্সেমবার্গ
খ. আয়ারল্যান্ড
গ. গ্রীস
ঘ. ডেনমার্ক
উত্তরঃ
 
55. যুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন ষ্টেট সর্বশেষ এ যোগ দেয় ? (সাল ২০০৪)
ক. হাওয়াই
খ. আরিজোনা
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ
 

56. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
ক. কুড়িল দ্বীপপুঞ্জ
খ. মার্শাল দ্বীপপুঞ্জ
গ. দিয়াগো গার্সিয়া
ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ
 
57. যুক্তরাষ্ট্রের কোণ স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো ?
ক. লূইসিয়ানা
খ. উইসকনসিন
গ. ফ্লোরিডা
ঘ. নেবরাস্কা
উত্তরঃ
 
58. উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল ?
ক. ২বছর
খ. ৮ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ
 
59. বিশ্বব্যাংকের SOFT LONE WINDOW হল -
ক. MIGA
খ. IBRD
গ. IDA
ঘ. IFC
উত্তরঃ
 
60. IAEA-এর নির্বাহী প্রধান হলেন (২০০৪ সালে)-
ক. মোহাম্মদআলবারাদি
খ. আমর মুসা
গ. আয়াদআলওয়ি
ঘ. ইউকিয়ো আমানো
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question