Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
41. কোন তারিখে 'আন্তর্জাতিক পরিবেশ দিবস' পালিত হয়?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন
ঘ. ২১ জুন
উত্তরঃ
 
42. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. স্পেন
ঘ. তুরস্ক
উত্তরঃ
 
43. গ্রিনিচ মান সময়ের সংঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
ক. ৬ ঘণ্টা
খ. ৮ ঘণ্টা
গ. ১০ ঘণ্টা
ঘ. ৫ ঘণ্টা
উত্তরঃ
 
44. ভারতের কোন রাজ্যের রাজধানী 'ইস্ফল' ?
ক. মিজোরাম
খ. অরনোচল
গ. মনিপুর
ঘ. মেঘালয়
উত্তরঃ
 
45. ইউরো মুদ্রা কখন চালু হয় ?
ক. ১৯৯৭ সালের ১ জানুয়ারি
খ. ২০০১সালের১জানুয়ারি
গ. ২০০০ সালের ১ মার্চ
ঘ. ১৯৯৯ সালের ১ জানুয়ারী
উত্তরঃ
 

46. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
ক. ২০১০
খ. ২০১৫
গ. ২০২০
ঘ. ২০২৫
উত্তরঃ
 
47. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
ক. ইরাক
খ. ফিলিপাইন
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ
 
48. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?
ক. আলবেনিয়া
খ. মেসেডোনিয়া
গ. সার্বিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ
 
49. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ক. পেরেজ দ্য কুয়েলার
খ. কুর্টওয়ান্ডহইম
গ. ট্রাইগভেলাই
ঘ. উ থান্ট
উত্তরঃ
 
50. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় -
ক. ১৯৭৫সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question