Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
11. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ক. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
খ. তিস্তা সেচ প্রকল্প
গ. কাপ্তাই সেচ প্রকল্প
ঘ. ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ
 
12. 'মনপুরা ৭০' কী ?
ক. একটি উপজেলা
খ. একটি নদী বন্দর
গ. একটি উপন্যাস
ঘ. একটি চিত্রশিল্প
উত্তরঃ
 
13. কোন আইন সংস্কার করে র্যাব (Rapid Action Battalion) গঠন করা হয় ?
ক. ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬
খ. ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩
গ. আর্মড পিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩
ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট, ১৯৭৯
উত্তরঃ
 
14. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ?
ক. চাটার্ড ব্যাংক
খ. ন্যাশনাল ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. এবি ব্যাংক
উত্তরঃ
 
15. 'ইরাটম' কী ?
ক. উন্নতজাতের ধান
খ. উন্নত জাতের ইক্ষু
গ. উন্নত জাতের পাট
ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ
 

16. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ. বৃষ্টিপাত কমে যাবে
ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
উত্তরঃ
 
17. বেসরকারি বিল কাকে বলে?
ক. স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
খ. সংসদ সদস্যদের উথাপিত বিল
গ. বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল
ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ
 
18. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
খ. দুটি কৃষি সংস্থায়ের নাম
গ. উন্নত জাতের গম শস্য
ঘ. কৃষি খামারের নাম
উত্তরঃ
 
19. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
ক. গাজী আশরাফ হোসেন লিপু
খ. আকরাম খান
গ. আমিনুল ইসলাম বুলবুল
ঘ. শফিকুল হক হীরা
উত্তরঃ
 
20. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করছে?
ক. ভৈরব
খ. চাঁদপুর
গ. দেওয়ানগঞ্জ
ঘ. আজমিরীগঞ্জ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question