Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
181. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক. ইসলাম খান
খ. ইব্রাহিম খান
গ. শায়েস্তা খান
ঘ. মীর জুমলা
উত্তরঃ
 
182. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক. বিয়াম
খ. নায়েম
গ. টিটিসি
ঘ. ইউজিসি
উত্তরঃ
 
183. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুজ্জামান
খ. নিতুন কুন্ডু
গ. মৃনাল হক
ঘ. শামীম শিকদার
উত্তরঃ
 
184. ‘সুর্যদীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. শেখ নিয়ামত শাকের
খ. জহির রায়হান
গ. সুভাস দত্ত
ঘ. খান আতা
উত্তরঃ
 
185. স্টক শেয়ারে প্রবতিত নতুন পদ্ধতি কোনটি?
ক. ডিভিডেন্ড
খ. ডিভ্যালু
গ. ডিম্যাট
ঘ. ডিসকাউন্ট
উত্তরঃ
 

186. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. ইশ্বরদী
ঘ. যশোর
উত্তরঃ
 
187. মানবাধিকার দিবস পালিত হয় কবে?
ক. ২৬ জুন
খ. ১ আগষ্ট
গ. ১ মে
ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ
 
188. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ
 
189. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
ক. প্রফেসর আব্দুল হাই
খ. ড. মুহাম্মদ শহিদুল্লাহ
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. মাজাহারুল ইসলাম
উত্তরঃ
 
190. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় হয়ে থাকে?
ক. বায়তুল মোকারম-ঢাকা
খ. শাহ মখদুম মসজিদ-রাজশাহী
গ. জাতীয় ঈদগাহ-ঢাকা
ঘ. শোলাকিয়া-কিশোরগঞ্জ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question