Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৬তম বিসিএস
 
101. Balled কি?
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ
 
102. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
ক. মালিক জয়সী
খ. ফেরদৌসী
গ. সৈয়দ হামজা
ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ
 
103. ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম-
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাংলা সাহিত্যের কথা
গ. বাঙ্গলা সাহিত্যের ইতিহাস
ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃও
উত্তরঃ
 
104. 'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
ক. বাংলা+ফারসি
খ. সংস্কৃত+ফারসি
গ. ফারসি+আরবি
ঘ. সংস্কৃত +আরবি
উত্তরঃ
 
105. ‘রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’ কার রচনা?
ক. তানদাস
খ. চন্ডীদাস
গ. বিদ্যাপতি
ঘ. উপরের কোনটাই নয়
উত্তরঃ
 

106. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
ক. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
খ. তুলসি লাহিড়ি
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. বলাইচাদ মুখোপাধ্যয়
উত্তরঃ
 
107. ‘নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ. ঊনপঞ্চাশের মনান্তর
গ. বায়ান্নর ভাষা আন্দোলন
ঘ. একাওরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ
 
108. ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণ নগর রাজসভা
গ. রাজাগনেশের রাজসভা
ঘ. লক্ষনসেনেস রাজসভা
উত্তরঃ
 
109. ‘যা কিছু হারায় গিন্নি বলেন,কেষ্টা বেটাই চোর’-এখানে হারায় কোন ধাতু?
ক. প্রযোজক ধাতু
খ. ভাব বাচ্যের ধাতু
গ. সংযোগ মুলক ধাতু
ঘ. নাম ধাতু
উত্তরঃ
 
110. ‘মহুয়া’ পালাটির রচয়িতা?
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতি
গ. নয়নচাদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question