Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৫তম বিসিএস
 
81. 'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অনুজ্ঞামুলক
উত্তরঃ
 
82. 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
ক. বলাকা
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. পুনশ্চ
উত্তরঃ
 
83. বাংলা ছন্দ কত রকমের?
ক. এক রকমের
খ. দু রকমের
গ. তিন রকমের
ঘ. চার রকমের
উত্তরঃ
 
84. কোনটি শুদ্ধ বানান?
ক. দন্দ
খ. দ্বন্দ
গ. দ্বন্দ্ব
ঘ. দন্ব
উত্তরঃ
 
85. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক. অন্ত্যমিল আছে
খ. অন্ত্যমিল নেই
গ. চরনের প্রথমে মিল থাকে
ঘ. বিশ মাত্রার পব থাকে
উত্তরঃ
 

86. পূনর্ভবা , নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বরাল
উত্তরঃ
 
87. প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?
ক. ময়নামতি
খ. বিক্রম পুর
গ. পাহারপুর
ঘ. মহাস্থানগড়
উত্তরঃ
 
88. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ক. ড: রমেশচন্দ্র মজুমদার
খ. ড: মুহাম্মদ হাসান
গ. ড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ. স্যার এ.এফ.রহমান
উত্তরঃ
 
89. প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত?
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর
উত্তরঃ
 
90. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
ক. মালদ্বীপ
খ. নেপাল
গ. শ্রীলঙ্কা
ঘ. উপরের সব দেশে আছে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question