Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৫তম বিসিএস
 
21. ইউনেস্কোর প্রধান কার্যালায় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. রোম
ঘ. জেনেভা
উত্তরঃ
 
22. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
ক. ইয়াসির আরাফাত
খ. ওসামাবিন লাদেন
গ. কফি আনান
ঘ. অ্যারিয়েল শ্যারন
উত্তরঃ
 
23. 'ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচিয়িতা কে?
ক. সালমান রুশদী
খ. কুলদীপ নায়ার
গ. হ্যান্স ব্লিক্স
ঘ. হিলারী ক্লিনটন
উত্তরঃ
 
24. এ উপমহাদেশ থেকে এ যাবত কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. চারজন
খ. পাঁচজন
গ. ছয়জন
ঘ. এগারজন
উত্তরঃ
 
25. নেপালের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?
ক. মাধব কুমার নেপাল
খ. মি: খাপা
গ. পুষ্প কমল দাহান
ঘ. মি: দেউবা
উত্তরঃ
 

26. ইরাকে কখন মার্কিন- বৃটিশ যৌথ সময়িক অভিযান শুরু হয়?
ক. ২০০৩ সালের ১৮ মার্চ
খ. ২০০৩ সলের ২০ মার্চ
গ. ২০০৩ সালের ২২ মার্চ
ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
উত্তরঃ
 
27. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. গিনি
খ. ঘানা
গ. দক্ষিন কোরিয়া
ঘ. পর্তুগাল
উত্তরঃ
 
28. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক. লাইবেরিয়া
খ. হংকং
গ. দক্ষিণ সুদান
ঘ. তাইওয়ান
উত্তরঃ
 
29. আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়-
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিশর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
উত্তরঃ
 
30. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেটিনা
গ. ফিজি
ঘ. পানামা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question