Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৫তম বিসিএস
 
11. ১+২+৩+৪+...............+৯৯=কত?
ক. ৪৬৫০
খ. ৪৭৫০
গ. ৪৮৫০
ঘ. ৪৯৫০
উত্তরঃ
 
12. log2+log4+log8+......ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
ক. 45 log2
খ. 55 log2
গ. 65 log2
ঘ. 75 log2
উত্তরঃ
 
13. একটি 48 মিটার লম্বা খুটি ভেঙে গিয়ে সম্পূর্নভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে । খুটিটি কত উচুতে ভেঙেছিল?
ক. 14 মিটার
খ. 16 মিটার
গ. 18 মিটার
ঘ. 20 মিটার
উত্তরঃ
 
14. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুন ।এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
ক. 98 মিটার
খ. 96 মিটার
গ. 94 মিটার
ঘ. 92 মিটার
উত্তরঃ
 
15. y=3x+2, y= -3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে ?
ক. একটি সমকোনী ত্রিভুজ
খ. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ. একটি সমবাহু ত্রিভুজ
ঘ. একটি বিষম বাহু ত্রিভুজ
উত্তরঃ
 

16. জোট নিরপেক্ষ দেশ সমুহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দিল্লী
খ. কায়রো
গ. বেলগ্রেড
ঘ. জাকার্তা
উত্তরঃ
 
17. পানামা খাল কোন কোন মহাসাগরকেযুক্ত করেছে?
ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরঃ
 
18. কে লৌহ মানবী বলিয়া পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. বেগম খালেদা জিয়া
গ. মার্গারেট থ্যাচার
ঘ. আং সাং শুকী
উত্তরঃ
 
19. আবু গারিব বলিতে কি বুঝায়?
ক. একজন বিখ্যাত দার্শনিক
খ. একটি জাদুঘর
গ. একটি জেলখানা
ঘ. একজন বৈঞ্জানিক
উত্তরঃ
 
20. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
ক. পেলে
খ. জিদান
গ. বেকেন বাওয়ার
ঘ. ম্যারাডোনা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question