Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস(Canceled)
 
51. ‘ব্ল্যাক ক্যাট’- কোন দেশের কমান্ডো বাহিনী?
ক. নেপাল
খ. ভারত
গ. মায়ানমার
ঘ. ইরান
উত্তরঃ
 
52. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
ক. ১৯৮৮ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ
 
53. ‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
ক. আজারবাইজান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-লাটভিয়া
গ. কাজাখস্তান-আজারবাইজান
ঘ. রাশিয়া-আর্মেনিয়া
উত্তরঃ
 
54. ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
ক. ১০ অক্টোবর, ২০০২
খ. ১২ অক্টোবর, ২০০২
গ. ১০ নভেম্বর, ২০০২
ঘ. ১২ নভেম্বর, ২০০২
উত্তরঃ
 
55. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
ক. ৩০ আগস্ট, ২০০২
খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ
 

56. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
ক. আফগানি
খ. ফার্সি
গ. পশতু
ঘ. তুর্কি
উত্তরঃ
 
57. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক. নাউরু
খ. কেনিয়া
গ. কিউবা
ঘ. গায়ানা
উত্তরঃ
 
58. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. কোপেনহেগেন
খ. লন্ডন
গ. রোম
ঘ. ব্রাসেলস
উত্তরঃ
 
59. নিউজিল্যান্ডের অধিবাসীদের কী বলা হয়?
ক. কুর্দি
খ. তাতার
গ. রেড ইন্ডিয়ান
ঘ. মাউরী
উত্তরঃ
 
60. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. কার্পাস
খ. লোহা
গ. কাগজ
ঘ. বস্ত্র
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question