Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস(Canceled)
 
31. কে গণিতবিদ নন?
ক. ওমর খৈয়াম
খ. আল-খারিজমী
গ. ইবনে খালদুন
ঘ. উলুগ বেগ
উত্তরঃ
 
32. ২ এবং ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক. ১১টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ
 
33. ১,১,২,৩,৮, এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?
ক. ২১
খ. ১৩
গ. ১৯
ঘ. ১৬
উত্তরঃ
 
34. টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্যসমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
ক. ১৬ বছর
খ. ২৪ বছর
গ. ১৮ বছর
ঘ. ২০ বছর
উত্তরঃ
 
35. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
ক. ১ ১১
খ. ৩ ৩১
গ. ২ ২১
ঘ. ০.০২
উত্তরঃ
 

36. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল,সা,গু নয়?
ক. ১৩, ৭৭, ৯১, ১৪৩
খ. ৭, ২২, ২৬, ৯১
গ. ২৬, ৭৭, ১৪৩, ১৫৩
ঘ. ২, ৭, ১১, ১৩
উত্তরঃ
 
37. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
ক. ১১ টাকা
খ. ১২ টাকা
গ. ১২.৫০ টাকা
ঘ. ১৩ টাকা
উত্তরঃ
 
38. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক. ২৫%
খ. ২৮%
গ. ৩০%
ঘ. ৩২%
উত্তরঃ
 
39. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
ক. ১০০ মিনিট
খ. ১০২ মিনিট
গ. ১১০ মিনিট
ঘ. ১১২ মিনিট
উত্তরঃ
 
40. ০.১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question