Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস(Canceled)
 
21. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
ক. ব্রহ্মপুত্র
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
উত্তরঃ
 
22. বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ক. ময়নামতি
খ. পাহাড়পুর
গ. মহাস্থানগড়
ঘ. সোনারগাঁ
উত্তরঃ
 
23. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক. কুসুম্বা মসজিদ
খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ
 
24. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক. গিয়াসউদ্দীন আযম শাহ
খ. আলাউদ্দীন হুসেন শাহ
গ. ফখরুদ্দীন মোবারক শাহ
ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃ
 
25. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
ক. ১৬ ই ডিসেম্বর
খ. ২৬ শে মার্চ
গ. ২১শে ফেব্রুয়ারী
ঘ. ৭ ই মার্চ
উত্তরঃ
 

26. সংসদ অধিবেশন কে আহবান করেন?
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ
 
27. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
ক. হামিদুর রহমান
খ. ফজলুর রহমান খান
গ. নভেরা আহমেদ
ঘ. জুলফিকার আলী খান
উত্তরঃ
 
28. বিবি পরী কে ছিলেন?
ক. আওরঙ্গজেবের কন্যা
খ. শায়েস্তা খানের কন্যা
গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ. আজিমুসশানের মাতা
উত্তরঃ
 
29. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. রামপাল
খ. ধর্মপাল
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. আদিশূর
উত্তরঃ
 
30. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. ভোলা
গ. কক্সবাজার
ঘ. পটুয়াখালী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question