Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস(Canceled)
 
91. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ
 
92. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
গ. ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
উত্তরঃ
 
93. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম
খ. আধুনিকতাবাদ
গ. উত্তরাধুনিকতাবাদ
ঘ. বাস্তববাদ
উত্তরঃ
 
94. 'কাশবনের কন্যা'- গ্রন্থটির লেখক কে?
ক. আবুল কালাম শামসুদ্দিন
খ. শামসুদ্দিন আবুল কালাম
গ. আবুল ফজল
ঘ. জসীমউদদীন
উত্তরঃ
 
95. 'শাশ্বত বঙ্গ'- গ্রন্থটির রচয়িতা কে?
ক. আবুল হোসেন
খ. কাজী মোতাহার হোসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তরঃ
 

96. ‘বেটাইম’- শব্দটি গঠিত হয়েছে-
ক. ফারসি ও ইংরেজি শব্দে
খ. ফরাসি ও ইংরেজি শব্দে
গ. ফারসি ও ফরাসি শব্দে
ঘ. ফারসি ও হিন্দি শব্দে
উত্তরঃ
 
97. ‘হাত-ভারি’- বাগধারাটির অর্থ-
ক. দাতা
খ. কম খরচে
গ. দরিদ্র
ঘ. কৃপণ
উত্তরঃ
 
98. ‘লাজ’- কোন ধরনের শব্দ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া-বিশেষণ
ঘ. বিশেষ্যের-বিশেষণ
উত্তরঃ
 
99. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
ক. ১৯২৬
খ. ১৯১১
গ. ১৮৬৪
ঘ. ১৯০৫
উত্তরঃ
 
100. 'সঞ্চিতা'- কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question