Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস
 
81. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ২৫৭ জন
খ. ১৬৩ জন
গ. ৪৪জন
ঘ. ৬৯জন
উত্তরঃ
 
82. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
ক. অ্যামোনিয়া
খ. টিএসপি
গ. ইউরিয়া
ঘ. সুপারফসফেট
উত্তরঃ
 
83. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হামিদুর রহমান
ঘ. হাসেম খান
উত্তরঃ
 
84. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ক. আয়কর
খ. আমদানি ও রপ্তানি
গ. ভূমি রাজস্ব
ঘ. মূল্য সংযোজন কর
উত্তরঃ
 
85. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. হাতিয়া
ঘ. দ্বীপ
উত্তরঃ
 

86. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক. ২৭
খ. ২৮
গ. ৩০
ঘ. ৪৭
উত্তরঃ
 
87. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৬
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৮
উত্তরঃ
 
88. সম্প্রতি গার্মেন্টসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছ?
ক. যুক্তরাষ্ট্র
খ. কানাডা
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ
 
89. স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
ক. শহীদ মিনার
খ. বাংলাদেশের ম্যাপ
গ. সোনা মসজিদ
ঘ. লালবাগের কেল্লা
উত্তরঃ
 
90. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
ক. জাতিতাত্তিক জাদুঘর
খ. জাতীয় যাদুঘর
গ. বরেন্দ্র গবেষনা জাদুঘর
ঘ. ঢাকা নগন জাদুঘর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question