Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস
 
51. কোনটি ঠিক?
ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহিপীর (নাটক)
ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ
 
52. কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
ক. স্বভাব নষ্ট করা
খ. স্পর্ধা বাড়া
গ. ফাঁকি দেওয়া
ঘ. কোনো উপায়ে
উত্তরঃ
 
53. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. পথের দাবী
খ. নিষকৃতি
গ. চরিত্রহীন
ঘ. দত্তা
উত্তরঃ
 
54. কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
ক. আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
খ. ভবিষ্যতের বাঙালি
গ. উন্নত জীব
ঘ. সভ্যতা
উত্তরঃ
 
55. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক. কষ্ট
খ. উপনিষৎ
গ. কল্যাণীয়েষু
ঘ. আষাঢ়
উত্তরঃ
 

56. “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-
ক. রবিন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ
 
57. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
ক. সমক্ষ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ
 
58. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
ক. অব্যয় ও শব্দাংশ
খ. নূতন শব্দ গঠনে
গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ঘ. ভিন্ন অর্থ প্রকাশে
উত্তরঃ
 
59. তুমি এতক্ষণ কী করেছ? - এ বাক্যে ‘কী’ কোন পদ?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ
 
60. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. অপাদান কারকে তৃতীয়া
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question