Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস
 
91. ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়?
ক. ২০৩০০ কোটি টাকা
খ. ১৯২০০ কোটি টাকা
গ. ১৭১০০ কোটি টাকা
ঘ. ১৯৫০০ কোটি টাকা
উত্তরঃ
 
92. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর –
ক. সোনা মসজিদ
খ. চট্টোগ্রাম
গ. বেনাপোল
ঘ. হিলি
উত্তরঃ
 
93. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়-
ক. নাটোর
খ. চাপাঁই নবাবগঞ্জ
গ. জয়পুর হাট
ঘ. নওগা
উত্তরঃ
 
94. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানী আয় প্রায়-
ক. আট বিলিয়ন
খ. ছয় বিলিয়ন
গ. পাঁচ বিলিয়ন
ঘ. সাত বিলিয়ন
উত্তরঃ
 
95. সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-
ক. মালদ্বীপ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. নেপাল
উত্তরঃ
 

96. বাংলাদেশের সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়-
ক. পঞ্চগড়
খ. দিনাজপুর
গ. কুড়িগ্রাম
ঘ. বান্দরবন
উত্তরঃ
 
97. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়-
ক. ময়মনসিংহ
খ. টাঙ্গাইল
গ. বরিশাল
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ
 
98. আইন- শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে?
ক. ১৭ এপ্রিল ২০০২
খ. ৯ এপ্রিল ২০০২
গ. ১৮ মার্চ২০০২
ঘ. ৩ এপ্রিল ২০০২
উত্তরঃ
 
99. দক্ষিন তালপট্টি দ্বীপের অপর নাম কি?
ক. কুতুবদিয়া
খ. সোনাদিয়া
গ. সন্দীপ
ঘ. পূর্বাশা দ্বীপ
উত্তরঃ
 
100. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবন
ঘ. সন্দীপ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question