Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৪তম বিসিএস
 
1. আন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-
ক. ১৯৭২সনের ১২ আগষ্ট
খ. ১৯২৮ সনের ২৭ আগষ্ট
গ. ১৯২৮ সনের ৩ নভেম্বর
ঘ. ১৯২৯ সনের ৫ জানুয়ারী
উত্তরঃ
 
2. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রনয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশন সমুহ অভিহিত-
ক. দুটি রেডক্রস কনভেনশন নামে
খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে
গ. চারটি রেডক্রস কনভেনশন নামে
ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে
উত্তরঃ
 
3. স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত?
ক. জেনেভায়
খ. লন্ডনে
গ. প্যারিসে
ঘ. হেগে
উত্তরঃ
 
4. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়?
ক. ১৯৪৮ সনে
খ. ১৯৫৫ সনে
গ. ১৯৬৫ সনে
ঘ. ১৯৬৬ সনে
উত্তরঃ
 
5. ইসিএ (ECA.) এর সদর দপ্তর কোথায়?
ক. আদ্দিস আবাবা
খ. নাইরোবি
গ. ডাকার
ঘ. কায়রো
উত্তরঃ
 

6. 'ডেটন শান্তি’ চুক্তি সাক্ষরিত হয় –
ক. ১৯৯০ সনে
খ. ১৯৯১ সনে
গ. ১৯৯২ সনে
ঘ. ১ ডিসেম্বর ১৯৯৫ সনে
উত্তরঃ
 
7. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC.) প্রতিষ্ঠা লাভ করে?
ক. রোম চুক্তি
খ. ম্যাসট্রিক্ট চুক্তি
গ. ভিয়েনা কনভেনশন
ঘ. ব্রাসেলস কনভেনশন
উত্তরঃ
 
8. MIGA কখন গঠিত হয়?
ক. ১৯৮০ সনে
খ. ১৯৮২ সনে
গ. ১৯৮৫ সনে
ঘ. ১৯৮৮ সনে
উত্তরঃ
 
9. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
ক. নিউইয়ক
খ. টোকিওতে
গ. শিকাগোতে
ঘ. লন্তনে
উত্তরঃ
 
10. 'হ্যারি পটার’ কি?
ক. এক জাতীয় ধাতব পাত্র
খ. সাম্প্রতিক কালের সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই
গ. এক জাতীয় গুচ্ছ বোমা
ঘ. এক ধরনের খেলনা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question