Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
71. মানব দেহের রক্তচাপ নির্নায়ক যন্ত্র--
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. স্টেথস্কোপ
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ
 
72. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ-
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তরঃ
 
73. রেক্টিফাইড স্পিরিট হলো-
ক. ৯০% ইথাইল এলকোহল +১০% পানি
খ. ৮০% ইথাইল এলকোহল +২০% পানি
গ. ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি
ঘ. ৯৮% ইথাইল এলকোহল +২% পানি
উত্তরঃ
 
74. তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?
ক. নিকেল
খ. টিন
গ. সীসা
ঘ. দস্তা (জিঙ্ক)
উত্তরঃ
 
75. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি?
ক. ২৭ টি
খ. ২২ টি
গ. ২১ টি
ঘ. ৫ টি
উত্তরঃ
 

76. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ক. চা
খ. পাট ও পাটজাত দ্রব
গ. তৈরি পোষাক হতে
ঘ. চিংড়ি মাছ
উত্তরঃ
 
77. ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রপতির নাম কি?
ক. জেনারেল সোহার্তু
খ. মেঘবতী সুকর্নপুত্রী
গ. আবদুর রহমান ওহায়িদ
ঘ. সুশিলো ইয়োধানো বামব্যাং
উত্তরঃ
 
78. এটমিক সংখ্যা একই হওয়া সত্বেও নিওক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ
 
79. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. আট
খ. দশ
গ. এগার
ঘ. পনের
উত্তরঃ
 
80. ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মনজুর
গ. মেজর জেনারেল একেএম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ এম এরশাদ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question