Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
61. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
ক. নিউক্লিয়াস
খ. নিউক্লিওলাস
গ. ক্রোমোসোম
ঘ. নিওক্লিওপ্লাজম
উত্তরঃ
 
62. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রৃদ
গ. নদী
ঘ. বৃষ্টি
উত্তরঃ
 
63. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
ক. কিডনীর পাথর গলাতে
খ. পিত্ত পাথর গলাতে
গ. গলগন্ড রোগ নির্নয়ে
ঘ. নতুন পরমানু তৈরিতে
উত্তরঃ
 
64. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -
ক. চন্দ্রগ্রহন
খ. সূর্যগ্রহন
গ. অমাবশ্যা
ঘ. পূর্নিমা
উত্তরঃ
 
65. বিষধর সাপে কামরালে ক্ষতস্তানে থাকে-
ক. পাশাপাশি দুটো দাতের দাগ
খ. অনেকগুলো ছোট ছোট দাতের দাগ
গ. ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
ঘ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
উত্তরঃ
 

66. লোকভর্তি হল ঘরে শুন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীন হয়, কারন-
ক. লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ. শূন্য ঘর নীরব থাকে
গ. শূন্য ঘরে শব্দের শোষন কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষন বেশি হয়
উত্তরঃ
 
67. পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না , কারন-
ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ. পেট্রোল পানির সাথে মিশে না
গ. পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ
 
68. কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. বুদ্ধি বিবেচনা
গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তরঃ
 
69. পিসিকালচার বলতে কি বুঝায়?
ক. হাঁস মুরগী পালন
খ. মৌমাছি পালন
গ. মৎস চাষ
ঘ. রেশম চাষ
উত্তরঃ
 
70. উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র-
ক. ক্রনমিটার
খ. ওডোমিটার
গ. ট্যাকোমিটার
ঘ. ক্রোসকোগ্রাফ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question